সিসি নিউজ: অবশেষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমেছে। রেজিস্ট্রেশন ও সড়ক কর এককালীন জমা প্রায় ৪০ শতাংশ কমানো হয়েছে। তবে এই ৪০ শতাংশ টাকা পরবর্তী আট বছরে চার কিস্তিতে জমা দেওয়া যাবে। সোমবার প্রকাশিত গেজেটে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৪০ শতাংশ বাড়ানো হয়। এতে অনিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। সব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১৫ সালের ডিসেম্বরে রেজিস্ট্রেশন ফি কমানোর সুপারিশ করে।
মন্ত্রণালয় থেকে পরবর্তীতে জানানো হয়েছিল অর্থ বিভাগের অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুত সময়ে রেজিস্ট্রেশন ফি কমানো হবে।
সোমবার প্রকাশিত গেজেট অনুযায়ী, ১০০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশনকালীন জমার পরিমাণ ১৩ হাজার ৯১৩ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ৩১৩ টাকা করা হয়েছে। বাকী ৪ হাজার ৬০০ টাকা পরবর্তী আট বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে।
১০০ সিসির উপরে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনকালীন জমার পরিমাণ ২১ হাজার ২৭৩ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা করা হয়েছে। বাকি ৯ হাজার ২০০ টাকা পরবর্তী আট বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ১২ লাখ ৫১ হাজারের বেশি। আর মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৮৮৫ জনকে।