আকতার হোসেন বকুল, হিলি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সকাল সোয়া ১১টায় হিলি চেকপোষ্ট গেটের শূণ্য রেখায় বিএসএফ এর হিলি কোম্পানী কমান্ডার এস জামিল বাসা এর হাতে মিষ্টির প্যাকেট তুলেদেন বিজিবি’র হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান। এসময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়ন ও হিলি সিপি বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফের ভারতের রায়গঞ্জ ডিআইজি, পতিরাম ব্যাটালিয়ন কমান্ডারকে হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডারের মাধ্যমে মিষ্টি উপহার দেয়া হয়েছে।