
সিসি নিউজ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ পার্টির সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। করিম ভরসা রংপুর থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টিতে প্রয়োজন নেই বিধায় সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ এবং প্রাথমিক সদস্য পদসহ পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।