নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের পিটুনিতে নিপু (১৮) নামে যুবলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত নিপু উপজেলার চাঁদকাশিমপুর গ্রামের আলম মিয়ার ছেলে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জালাল আহম্মেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়েকদিন আগে নিপু যুবদল থেকে স্থানীয় যুবলীগে যোগ দেন। এ নিয়ে তার প্রতিপক্ষ ক্ষুব্ধ ছিল।
বুধবার সন্ধ্যায় স্থানীয় খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা দেখে ফিরছিলেন নিপু। হঠাৎ ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা করে। তারা নিপুকে স্ট্যাম্প দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ জানান, নিপু কয়েকদিন আগে স্থানীয় যুবলীগে যোগ দিয়েছিল।