সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার সময় সুমন চন্দ্র (৩২) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আটক সুমন একই উপজেলার খামারপাড়া ইউনিয়নের মৃত নিকুঞ্জ চন্দ্রের পুত্র।
খানসামা থানার এএসআই নুর ইসলাম জানান, দীর্ঘদিন থেকে সুমন কলেজের ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। আজ সোমবার দুপুরে কলেজের সামনে উত্যক্ত করার সময় স্থানীয় লোকজন সুমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ভ্রাম্যমান আদালতে সুমনকে হাজির করা হলে খানসামা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সাজেদুর রহমান দন্ড বিধির ৫০৯ ধারায় এক মাসের কারাদন্ড প্রদান করে।