বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় বিদ্যুতের দাবীতে বিদ্যুৎ অফিস ঘেরাও ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুদ্ধ কৃষকরা। আজ মঙ্গলবার দুপুরে জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ও বামুনিয়া ইউনিয়নের শতাধিক বিক্ষুদ্ধ কৃষক মিছিলসহ ডোমার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর কার্যালয় ঘন্টাব্যাপী ঘেরাও করে রাখে। বিক্ষুদ্ধ কৃষকদের আসার খবর পেয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। অফিসে কাউকে না পেয়ে বিক্ষুদ্ধ কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার কাছে নিকট তাদের দাবী তুলে ধরেন। বিক্ষুদ্ধ কৃষকদের অভিযোগ, গত ১ মাস যাবত জোড়াবাড়ী, ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ও বামুনিয়া ইউনিয়নে বিদ্যুতের চরম অবস্থা বিরাজ করছে। ২৪ ঘন্টার মধ্যে ১ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। লোডশেডিং আর লো-ভোল্টেজের কারনে ওই ১ ঘন্টার বিদ্যুতের ব্যাবহারও করতে পারছেনা কৃষক। বোরো ক্ষেতে পানি দিতে না পারায় হাজার হাজার বিঘা জমির ক্ষেতের ধান মনে যাচ্ছে। কৃষকরা জানায়, ক্ষেতে পানি দিতে না পারায় তাদের শত শত বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা বিদ্যুত অফিসে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। তাছাড়া বিদ্যুত অফিসে ফোন করে কোন সমস্যার কথা জানালে তারা টাকা ছাড়া কোন কাজ করেনা। নূর আলম নামে এক কৃষক বলেন, বিদ্যুতের কোন সমস্যার কথা জানালে অফিসের ফিল্ডম্যানরা টাকা হাতে না পেলে কাজ করেন না। মস্তুল হক নামে এক কৃষক বলেন, বিল বেশী আসলে বিদ্যুত অফিসে এসেও কোন লাভ হয়না। সকাল থেকেই ডোমার সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দুরে ভোগডাবুড়ী, কেতকিবাড়ী এবং জোড়াবাড়ী ইউনিয়ন থেকে লোকজন বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষুদ্ধ কৃষকরা সেখান থেকে ফিরে এসে আবারো বিদ্যুৎ অফিসে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই এলাকায় বিদ্যুতের কোন সমস্যা হবেনা প্রতিশ্র“তি দিয়ে তাদের বিদায় করে দেন।