কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত। কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরোজউল্লাহ এর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আখেরুর রহমান, উপজেলা প্রার্ণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুছাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েদ আলী, উপজেলা আঃলীগ নেতা মোঃ মনসুর রহমান ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম প্রমুখ।