সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ৪০ লিটার চোলাইমদসহ সাইফুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শনিবার সন্ধ্যায় এটিএসআই তোফায়েল আহমেদ সৈয়দপুর পৌর এলাকার ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত তছলিম উদ্দিনের পুত্র।
সূত্রমতে, ওই মাদক ব্যবসায়ী ৪০ লিটার চোলাইসদ পরিত্যক্ত আরসির বোতলে করে একটি বাইসাইকেলে শহরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।