• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

ফুলবাড়ীতে প্রতীক পেয়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

ELECTION photoজাহাঙ্গীর অলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : প্রতীকসহ  পোস্টার  হাতে নেমেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থীরা । পোস্টার নিয়ে নতুন করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এসব প্রার্থী। যেখানেই কয়একজন মানুষের সমাগম ঘটছে সেখানেই চলছে নির্বাচনী আলাপ । কে হচ্ছেন এবারের চেয়ারম্যান ভোটারদের মুখে মুখে এই প্রশ্ন ?
উপজেলার ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১১ জন  দলীয় ও স্বতন্ত্র প্রার্থী । সদস্য পদে ৯৩জন। সংরক্ষিত নারী প্রার্থী ৩৪ জন।

১ নং নাওডাঙ্গা ইউনিয়নে ৩ জন চেয়াম্যান পদে লড়ছেন তারা হলেন, আওয়ামীলীগের নৌকা  প্রতীকে সাবেক চেয়ারম্যান মোঃ হাছেন আলী,লাঙ্গল প্রতীক নিযে জাপার হাজী গফুর আলী ,ধানের শীষ প্রতীক নিয়ে বিএন পি থেকে বতর্মান চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা।

২ নং শিমুলবাড়ী ইউনিয়নে ৪ জন চেয়াম্যান পদে নির্বাচন করছেন তারা হলেন, আওয়ামীলীগের নৌকা  প্রতীকে সাবেক চেয়ারম্যান মোঃ এজাহার আলী, , মোটরসাইকের প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী  বর্তমান চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম ( সোহেল), ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোছাঃ ফজিলাতুন নেছা ,চশমা প্রতীক পেয়ে  স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।

৪ নং বড়ভিটা ইউনিয়নে ৫ জন চেয়াম্যান পদে লড়ছেন তারা হলেন, আওয়ামীলীগের নৌকা  প্রতীকে সাবেক ও বর্তমান  চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন সরকার , মোটরসাইকের প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ খয়বর আলী মিয়া,  ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ  শরিফুল ইসলাম মিল্টন, ধানের শীষ প্রতীক নিয়ে বি এন পি সমর্থিত  প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ও আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী  মোঃ আব্দুল  মজিদ সরকার।

সরেজমিনে ওই ৩ টি ঘুরে ভোটাদের সাথে কথা হলে জানান,এবার আমারা তাকেই নিবার্চন করব যে আমাদের ইউনিয়নের উন্নয়ন করবে।
এছাড়া প্রার্থীরা ভোটদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ও ভোটের আবেদন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ