• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

শাহজালালে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

সোনাঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা তদন্ত বিভাগ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াজুর ইসলাম জানান, হাবিবুর রহামন দুবাই থেকে ওজন মাপার যন্ত্র ও বেশ কিছু খেলনা আনেন। সন্দেহ হলে জিনিসপত্রগুলি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে সাড়ে তিন কেজি ওজনের মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ