সিসি নিউজ: সৈয়দপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে আড়াই বছরের শিশু জারিবের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর সড়ক সংলগ্ন এমইএস গেটের সামনে এ দুর্ঘনাটি ঘটে। ঘটনার সময় জারিব তার মায়ের সাথে চাচার দোকানে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় ইজিবাইক তাকে ধাক্কা মেরে তার বুকের উপর দিয়ে চলে যায়। আহত শিশুকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।