• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন |

বাংলাদেশের মেয়েদের কাছে ভারতের হার

banglaখেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। তহুরা, মারিয়ার নৈপুণ্যে ৩-১ গোলে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, দলের জয়ে তহুরা দুটি ও মারিয়া একটি গোল করেন। ভারতের একমাত্র গোলদাতা সুস্মিতা।
তাজিকিস্তানের দুশানবের এভিয়েটর স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধের দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৪তম মিনিটে তহুরা দলকে এগিয়ে নেওয়ার পর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন ৩-০ করে নেয় বাংলাদেশ। ৫০তম মিনিটে সুস্মিতা লক্ষ্যভেদ করলেও কোণঠাসা ভারত শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি। এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করেছিল বাংলাদেশ।
গত আসরের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ