বিশেষ প্রতিনিধি: নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরের সানলাইট স্কুলে গত ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর নিউজ২৪ ডট কমের আয়োজনে এক নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ নৃত্য প্রতিযোগীতায় সানলাইট স্কুলের শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। নৃত্য প্রতিযোগীতায় ৫ম শ্রেণির ছাত্রী জান্নাত সেহেরী আভা ১ম, ৭ম শ্রেণির ছাত্রী অপ্সরা তাসীন খুশবু ২য় এবং যৌথভাবে ৫ম শ্রেণির ছাত্রী তাবাসসুম মীম ও সাদিয়া আফরিন ৩য় স্থান অর্জন করে। এ নৃত্য প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বপালন করেন ওই স্কুলের শিক্ষক আফরোজা রউফ ও প্রদীপ কুমার অধিকারী। অনুষ্ঠানে সানলাইট স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোরশেদ-উল-আলম, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দিনাজপুর নিউজ২৪ ডট কমের খানসামা উপজেলা প্রতিনিধি মো. সাকিব চৌধুরীসহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।