হিলি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা ভারতীয় অবৈধ আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও দেশীয় মদসহ ৩ জনকে আটক করেছে।
বিজিবি’র বাসুদেবপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার সিরাজ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর ৪.৩০ টার সময় উপজেলার লোহাচড়া পুলিশ বক্সের নিকট থেকে ক্যাম্পের বিশেষ টহল দলের বিজিবির সদস্যরা ২০ লিটার দেশীয় মদসহ হাকিমপুর উপজেলার কাঁকড়াপালি গ্রামের রহিম কাজির ছেলে মনিরুল ইসলামকে আটক করে। অপর দিকে ভারত থেকে ২০ বোতল ফেন্সিডিল পাচার কালে সীমান্তের বায়ভাগ এলাকা থেকে ভারত দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার হাড়িপুকুর গ্রামের মোস্তাক মন্ডলের স্ত্রী রাহেলা বেওয়া ও ইসমাইলপুর গ্রাম থেকে বিরামপুর উপজেলার কাঁঠলা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আহাদ আলীকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এব্যপারে হাকিমপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল আব্দুর খবির সরকার বলেন চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।