সিসি নিউজ: নানা পেশাজীবি মানুষের চাহিদা পূরণে নীলফামারীর সৈয়দপুরে আনুষ্ঠানিক ভাবে চালু হলো চাইনিজ এন্ড ফাস্ট ফুড ‘রেড চিলি’। রোববার সকালে সৈয়দপুর প্লাজার ৩য় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত এর জেলা কমিটির সভাপতি গোলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্লাজার প্রজেক্ট ডাইরেক্টর গুলজার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের রংপুর বিভাগের সভাপতি ও সিসি নিউজ এর সম্পাদক জসিম উদ্দিন, সংবাদিক এম আর আলম ঝন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম, সোহেল চৌধুরী, এস এম জিয়া মুন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফিরোজ, আসাদ সহ বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিক ও নানা পেশাজীবির মানুষ।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এম কে আনোয়ার মুন্না সিসি নিউজ কে জানান, সাধ ও সাধ্যের মধ্যে চাইনিজ এন্ড ফাস্ট ফুডের খাবারগুলোর দাম রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন সেমিনার, জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠান পালনের ব্যবস্থা রয়েছে।