আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের মমিনপুরে গাছের নিচে চাপা পড়ে মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সজিবুল ইসলাম (৩০)। শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার মমিনপুর-সেন্টারেরহাট সড়কের চাঁনকুঠি হবির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সদর থানা পুলিশ জানায়, মমিনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল ইসলাম (রনি) সড়কের ধারে তার পুকুরপাড়ে লাগানো কয়েকটি মোটা সাইজের জিগাগাছ কাটছিলেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের পশ্চিম খাড়ুয়াবাদ গ্রামের শহিদার রহমানে ছেলে মটরসাইকেল যোগে মমিনপুর বাজার থেকে বাড়ী ফেরার সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এবিষয়ে ইউপি সদস্য রুবেল ইসলাম (রনি) বলেন, গাছ কাটার পর গাছটি মাটিতে পড়ার সময় আমার লোকজন সজিবুলকে একটু অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু তিনি অপেক্ষা না করে গাছের পাশ দিয়ে চলে যাওয়ার সময় গাছের নিচে চাপা পড়েন। অন্যদিকে নিহতের শোক মাতম পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা এব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। সদর থানার এসআই হারেছ আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।