কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের পান্ডুল ইউনিয়ন পরিষদকে বাল্য বিয়ে যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সহায়তায় পান্ডুল ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, মহিদেবের পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।
বক্তারা বলেন, দারিদ্রতা যে হারে কমে আসছে সেই হারে বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন কমেনি। আগামী ৬ মাসের মধ্যেই পান্ডুল ইউনিয়নকে বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হবে। এতে এলাকার নারী ও পুরুষ সহ স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।