সিসি নিউজ: দিনাজপুরের ঘোড়াঘাটে আঞ্জুমান নামে এক ভুয়া মহিলা ডাক্তারকে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারস্থ মেহেদুল ভবনের নিচ তলায় বৃহস্পতিবার দুপুরে পলিপ-পাইলস সেন্টার থেকে ওই মহিলা ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মামুন-অর-রশিদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুয়া মহিলা ডাক্তারের পলিপ-পাইলস সেন্টারটি সীলগালা করে দিয়েছেন।
ভুয়া মহিলা ডাক্তার বগুড়া জেলার শেখের কোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী থাকা অবস্থায় আবু বক্কর সিদ্দিকের নিজ বাড়িটি হেবা করে নিয়ে প্রায় সাত মাস আগে তাকে তালাক প্রদান করেন। এর পর থেকে সে এখানে বসবাস করে ভুয়া ডাক্তারি করে আসছিলেন।