দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইব্যুনাল’র স্পেশাল পিপি এ্যাড. মেহবুব হাসান চৌধুরী লিটনের মাতা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. আলহাজ্ব মতিউর রহমানের সহধর্মীনি হোসনে আরা চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
৩ আগষ্ট (বৃহস্পতিবার) ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে এ্যাড. মেহবুব হাসান চৌধুরী লিটন জানান, আমেরিকা প্রবাসী তাঁর (লিটন) ছোট ভাই মারুফ হাসান চৌধুরী দেশে ফিরলে রোববার (৬ আগষ্ট) বাদ আসর ঈদগাহ বস্তী ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ফরিদপুর গোরস্থানে মরহুমা হোসনে আরা চৌধুরীকে দাফন করা হবে। মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের তাঁর জানাজা ও দাফন কাজে শরিক হওয়ার জন্য তাঁর বড় ছেলে এ্যাড. মেহবুব চৌধুরী লিটন অনুরোধ জানিয়েছেন।