• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন |

জাতীয় গ্রিডে যোগ হলো সৌরবিদ্যুৎ

সিসি নিউজ, ১০ ডিসেম্বর: জাতীয় গ্রিডে আজ থেকে যোগ হয়েছে সৌরবিদ্যুৎ। দেশে বর্তমানে ১৭ হাজার ১শো ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর সুবিধাভোগী দেশের ৮৩ ভাগ মানুষ। ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও বেশকটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান।
গণভবনে ভিডিও কনফারেন্সে শিকলবাহা, চাঁপাইনবাবগঞ্জ, সরিষাবাড়ী ও শাল্লায় চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করতে পারেনি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের শতভাগ মানুষের বিদ্যুৎ নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
এছাড়া ৪৫ লাখ সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ