• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থানান্তরের প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি, ১৪ ডিসেম্বর: দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জের পল্লীবিদ্যুৎ সমিতির-২ এর জোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, মহা-সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঘোড়াঘাট উপজেলার ৭টি ইউনিয়নের ২০ সহস্রাধিক গ্রাহক এ মানববন্ধনে অংশ নেন। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ গ্রাহকরা। এদিন তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলও করেন তারা।

বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুলমান্নান মন্ডল, ১নং বুলাকীপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব খন্দকার (বাদশা) ও আমজাদ হোসেন।

এসময় বক্তারা দাবী পূরণ না হলে ১ জানুয়ারী থেকে আরো কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারী দেন। আন্দোলনে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতার অংশ নেন। পরে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় রাস্তার অবরোধ তুলে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ