Logo

সৈয়দপুরে ২৮ ক্ষুদে শিল্পীদের চিত্র প্রদর্শনী

সিসি নিউজ, ৯ জানুয়ারী: নীলফামারীর সৈয়দপুরে ২৮ ক্ষুদে শিল্পীদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে রংতুলী আর্ট একাডেমি ওই প্রদর্শনীর আয়োজন করে। এতে একাডেমির ২৮ জন ক্ষুদে শিল্পীদের ১৪০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।
উত্তরের উপজেলা শহর সৈয়দপুরে এই প্রথমবার এমন চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের ভিড় ছিল উপচেপড়া। চিত্র প্রদর্শনীতে এ্যাবাসট্রাক্ট ড্রয়িং, ফাইন আট, ল্যান্ডস্কেপ, ইসলামিক ক্যালিওগ্রাফি ও ক্রাপফ্ট আট আঁকা চিত্রগুলো স্থান পায়।
৭-৯ জানুয়ারী অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীর আজ ছিল শেষ দিন। ব্যাপক সাড়া মেলায় এসব শিল্পীদের নিয়ে বিভাগীয় শহরে চিত্র প্রদর্শনী করতে চায় একাডেমির পরিচালক জাহিদ আক্তারী।