• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন |

জয়পুরহাটে শীতার্থদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়

জয়পুরহাট প্রতিনিধি, ১৭ জানুয়ারী: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ১ হাজার ২০০ জন দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ওই বিভাগের শিক্ষাথিীরা গরীব শীতার্থদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরন করেন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, দূর্গাদহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন, ভাদসা ইউপি চেয়ারম্যান স্বাধীন সারওয়ার, জেলা জাপা’র সাধারন সম্পাদক তিতাস মোস্তফা, ঢাকা ট্যু ডি ফোর্সের সভাপতি ওয়ালিদ হাসান, সাধারন সম্পাদক মারুফ খান, ওই বিভাগের ছাত্র নেতা সজিব, মিনহাজ, আকাস, ইভা, মুন্না প্রমূখ। দরিদ্র শীতার্থরা শীতবস্ত্র প্রদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।
অসহায় শীতার্থদের শীতবস্ত্র বিতরন করায় সূদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শিক্ষার্থীরা যে দৃষ্টান্ত দেখিয়েছে তা সকলের জন্য অনুস্মরনীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ