• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

মু‌ক্তিযু‌দ্ধের চেতনা‌কে সবার মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দি‌তে হ‌বে: রাষ্ট্রপ‌তি

গাজীপুর, ১৯ মার্চ: নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক চিন্তা-চেতনা বিকাশ ঘটানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ বলে‌ছেন, মু‌ক্তিযু‌দ্ধের চেতনা‌কে সবার মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দি‌তে হ‌বে। পাশাপাশি গণতা‌ন্ত্রিক চিন্তা-চেতনার বিকাশ ঘটা‌তে হ‌বে। কেননা নতুন ও ভ‌বিষ্যৎ প্রজন্ম‌কে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় গ‌ড়ে তোলা আমা‌দের দা‌য়িত্ব ও কর্তব্য।

আজ সোমবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ১৯৭১ সা‌লের ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্র‌তি‌রোধ সংগ্রা‌মে অংশগ্রহণকারী বীর ও শহীদ‌দের স্মর‌ণে নাগ‌রিক সংবর্ধনা ও আ‌লোচনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

এসময় রাষ্ট্রপ‌তি মো. আবদুল হামিদ বলেন, খণ্ডিত ই‌তিহাস কোনো জা‌তি‌কে স‌ঠিক দিক-নি‌র্দেশনা দিতে পা‌রে না। বায়ান্নর ভাষা আ‌ন্দোলন থে‌কে শুরু ক‌রে একাত্তরের ২৬শে মার্চ পর্যন্ত অথাৎ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেওয়া না পর্যন্ত প্র‌তি‌টি আ‌ন্দোলন সংগ্রামই একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। তাই মু‌ক্তিযু‌দ্ধে কার কী অবদান তা আমা‌দের প‌রিপূর্ণভা‌বে জান‌তে হ‌বে।

১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্র‌তি‌রোধ দিবস উদযাপন ক‌মি‌টি আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে বক্তব্য দেন- মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক, গাজীপুর জেলা প‌রিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, গাজীপুর-২ আস‌নের সংসদ সদস্য মো. জা‌হিদ আহসান রা‌সেল, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপু‌রের পু‌লিশ সুপার মোহাম্মদ হারুন অর র‌শিদ, গাজীপুর জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হো‌সেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে দুইদিনের সফরে বি‌কেল সোয়া ৪টায় অনুষ্ঠানস্থ‌লে এ‌সে পৌঁছান রাষ্ট্রপতি। কারা সপ্তাহের আয়োজনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ