• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

তবু আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না মেসি

খেলাধুলা ডেস্ক, ৩০ মে:  আর্জেন্টিনা তাকিয়ে আছে তার দিকে। ১৯৮৬ সালের পর লাতিন আমেরিকার দেশে আবারও ফুটবল আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন সারথী তিনি। বিশ্বকাপের আগে সেই মেসিকেই পাওয়া গেছে চেনা ছন্দে। আশায় আরও বুক বেঁধেছেন আর্জেন্টাইনরা। যদিও যাকে ঘিরে স্বপ্ন, সেই মেসি নিজেদের ফেভারিট মানছেন না মোটেও। তিনি শুধু ‘সুন্দর সম্ভাবনা’ দেখছেন আলবিসেলেস্তেদের।

২০১৪ সালে শিরোপা জেতার মঞ্চে ওঠেও খালি হাতে ফিরতে হয়েছিল মেসিকে। চার বছর পর আবারও নামতে যাচ্ছেন অধরা ট্রফিটা জেতার মিশনে। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে নেমেছিলেন হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার পাওয়া ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিকের সঙ্গে সের্হিয়ো আগুয়েরোকে দিয়ে করিয়েছেন একটি গোল। রাশিয়ায় যাওয়ার আগে ৯ জুন ইসরায়েলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। এরপর ‘ডি’ গ্রুপে ফুটবল মহাযজ্ঞে নামবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে।

রাশিয়ার আসরে নিজেদের মোটেও ফেভারিট মানছেন না মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বক্তব্য, ‘সবার প্রতি আমরা চির কৃতজ্ঞ। আমরা সবার ভালোবাসা অনুভব করি। বিশ্বকাপ জেতার স্বপ্ন যেমন সবাই দেখে, আমরাও সেই লক্ষ্য নিয়েই যাব রাশিয়ায়। আমরা প্রার্থী (ফেভারিট) নই, তবে খুব ভালো অবস্থায় আছি ও দিনে দিনে উন্নতি করছি।’

এবারের দলের ওপর পূর্ণ আস্থা আছে আর্জেন্টাইন অধিনায়কের, ‘আমাদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। যে কোনও দলের সঙ্গে সমান লড়াই চালানোর শক্তি আছে আমাদের।’ এই মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়েই ভাবনা মেসির, ‘বিশ্বকাপে যুক্তি দিয়ে সবসময় সবকিছু হয় না। আমাদের লক্ষ্য প্রথম ম্যাচ জয়, যা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদের মানসিকভাবে শান্তি দেবে।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, ‘এতে কারও সন্দেহ নেই যে, আমাদের সম্ভাব্য সবটুকু দিয়ে চেষ্টা করতে যাচ্ছি।’

নিজেদের ফেভারিট না মানলেও চমৎকার এক বিশ্বকাপের প্রত্যাশা মেসির, ‘আমরা চমৎকার একটি স্কোয়াড নিয়ে যাচ্ছি, যেখানে দলীয়ভাবে ও ব্যক্তিগত পর্যায়ে দারুণ সব খেলোয়াড় রয়েছে। আমাদের সামনে সুন্দর সম্ভাবনা অপেক্ষা করছে, আর সেদিকেই তাকিয়ে আছি।’ গোল ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ