• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

রংপুরে আন্ত:জেলা ডাকাত দলের দুই জন আটক

রংপুর, ০৪ জুলাই: রংপুরে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই ডাকাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভুরারঘাট-পালিচড়া সড়কের ছোট ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলেন, নগরীর ৭ নং ওয়ার্ডের কার্তিক মধ্যপাড়া মহল্লার সাবের আলীর ছেলে সেন্টু মিয়া (২৫) এবং বদরগঞ্জ উপজেলার কাজীপাড়ার আব্দুল জব্বারের ছেলে বাবলু মিয়া (৪৭)। বাবলু রংপুর শহরের স্টেশন মন্ডলপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন।
কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. দুলাল জানান, সদর উপজেলার পালিচড়া গ্রামের আম ব্যবসায়ী বিপুল, বাবলু, আকতার ও মনছের আলী রংপুর শহর থেকে আম বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। ১টার দিকে ভুরারঘাট-পালিচড়া সড়কের ছোট ব্রীজ এলাকায় সংঘবদ্ধ ৭/৮ জনের একদল ডাকাত ওই আম ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় ব্যবসায়ীরা চিৎকার দিলে আশেপাশের লোকজন বেরিয়ে আসতে থাকেন। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যাবার সময় স্থানীয় জণতা ধাওয়া করে দুইজনকে আটকের পর গণধোলাই দিয়ে স্থানীয় সদ্য পুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে রাত ৩ টার দিকে খবর পেয়ে ওই দুই ডাকাতকে নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
সদ্য পুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পালিচড়া এলাকার দুই ব্যক্তির সহায়তায় এ ডাকাতির চেষ্টা চালানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ডাকাত স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ