• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন |

বেবী নাজনীনের অবস্থা অপরিবর্তিত

সিসি ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। জানা যায়, জ্বরে ভুগছিলেন বেবী নাজনীন। তিন দিন ধরে জ্বরে ভোগার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে জ্বরের মাত্রা বেড়ে গেলে তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা সেই সময় তাকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এদিকে বেবী নাজনীনের অবস্থা জানতে ছোট ভাই এনাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কয়েক দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে ১০১-১০২ ডিগ্রি জ্বর ওঠানামা করায় তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করেই ১০৪ ডিগ্রি জ্বর উঠে গেলে তাকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাইমারি চেকআপ করা হয়েছে। বিভিন্ন টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে সব। এখনো (আজ বুধবার) আগের অবস্থায় আছেন তিনি। তার চিকিৎসার দেখভাল করছেন একটি টিম। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই।’ উল্লেখ্য, হাসপাতালে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ