• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

সৈয়দপুরের সামাজিক সংগঠন পরিবর্তন’র প্রতিষ্ঠা বার্ষিকী

সিসি নিউজ: প্রতিটি প্রচেষ্টা মানবতার তরে স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ২৬ জুলাই থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থী, দরীদ্র-অবহেলিত জনগোষ্ঠী ও মাদকমুক্ত সৈয়দপুর প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে শিক্ষা ও সামাজিক সংগঠন পরির্বতন। প্রতি বছরের ন্যায় এ বছরো সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল ৫ টায় পরির্বতনের আয়োজনে সৈয়দপুর ইশারা ভাষা স্কুলে প্রতিবন্ধী শিশুদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও ফল উৎসব পালন করা হয়। দুই পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং বাক প্রতিবন্ধী শিশুদের শিক্ষামুলক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে আলোচনা সভা ও শিশুদের নিয়ে ফল উৎসব আয়োজন করা হয়। আলোচনায় সংগঠনের সহ-সভাপতি মো:আদনান তার বক্তব্যে সংগঠনের বিগত বছর গুলোর কার্যক্রম তুলে ধরেন। সংগঠনের সা:সম্পাদক মো:আমির হোসেন বলেন আমরা ২০১২ সাল থেকেই বিভিন্ন শিক্ষা ও সামাজিক কাজে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠা বার্ষিকী এই কোমলমতি শিশুদের সাথে পালন করে আমরা অনেক আনন্দিত। সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জি:মো আরিফ আনিস মুঠোফোনে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি দু:খ প্রকাশ করে বলেন অফিস থেকে ছূটি ম্যানেজ করতে না পারায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হতে পারি নাই। তিনি বলেন আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই ২০১২ সাল থেকে সৈয়দপুরে সমাজের অবহেলিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছি।পরিবর্তন এর সাথে পূর্বে যারা ছিলেন, বর্তমানে যারা আছেন এবং আগামীতেও যারা সকল ধরনের সহযোগীতা দিয়ে সংগঠনের পাশে থাকবেন সেই সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি সকল যুব সমাজকে সমাজ সেবা মূলক কাজে এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পরির্বতনের সহ-সভাপতি মো:আদনান,সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক মো:আমির হোসেন, প্রচার সম্পাদক মো:আসিফ আনিস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:উদ্দেশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো:আতিক আনিস, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো:ফয়েজ হোসেন,সহ-প্রচার সম্পাদক সাইফুল্লাহ, সদস্য মো:রাকিব হাসান, রাজা হাসান,মো:তওহীদ, ইশারা স্কুলের শিক্ষিকা রুমা সহ অভিভাবক মন্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ