• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

উইন্ডিজকে ৩০২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

খেলাধুলা  ডেস্ক: তামিমের সেঞ্চুরি (১০৩), রিয়াদের ৪৯ বলে ৬৭ রান, মাশরাফির ঝড়ো ইনিংসে সেইন্ট কিটসে শেষ এক দিনের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩০১ রানের বড় স্কোর গড়েছে বাংলাদেশ।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের এটি সর্বোচ্চ স্কোর। এই ম্যাচ জিতলে নয় বছর পর দেশের বাইরে সিরিজ জিতবে বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জ্যাসন হোল্ডারের বলে কাইরান পাওয়েলের হাতে ধরা পড়েন এনামুল হক বিজয়। ৩১ বলে ১০ রান করেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন বিজয়। দ্বিতীয় ম্যাচে ২৩ রান করেন তিনি।

এরপর তামিম ইকবালের সঙ্গে ৮১ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ইনিংসের ২৬তম ওভারে অ্যাশলে নার্সের বলে কিমো পলের হাতে ক্যাচ হন তিনি। সাকিবের ব্যক্তিগত সংগ্রহ ৩৭ রান।

গত ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও আজ সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফিরে যান তিনি। ইনিংসের ৩২তম ওভারে অ্যাশলে নার্সের বলে বোল্ড হন মুশফিকুর রহিম।

এরপর সেঞ্চুরি করে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। দলীয় ২০০ রানে দেবেন্দ্র বিশুর বলে কাইরান পাওয়েলের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তিনি করেন ১০৩ রান। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি।

তামিম ইকবাল শুরু থেকেই সাবলিলভাবে ব্যাট করতে থাকেন। ১২০ বলে তিনি সেঞ্চুরি পূরণ করেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এই টাইগার ওপেনার। ওই ম্যাচে ১৩০ রান করে অপরাজিত ছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৪ রান করেন তামিম ইকবাল।

এরপর ৫৩ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। দলীয় ২৫৩ রানে জ্যাসন হোল্ডারের বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২৫ বল খেলে ৩৬ রান করেন তিনি।

দলীয় ২৭৯ রানে শেলডন কটরেলের বলে এভিন লিউইসের হাতে ক্যাচ হন সাব্বির রহমান। আট বলে ১২ রান করেন তিনি। ইনিংস শেষে ৪৯ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের এটি ১৯তম হাফ সেঞ্চুরি। পাঁচ বলে ১১ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। আজ যারা জয় পাবে তারা সিরিজ জিতে নিবে। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন জ্যাসন মোহাম্মেদ ও আলজারি যোসেফ। একাদশে ঢুকেছেন শেলডন কটরেল ও কাইরান পাওয়েল।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ৩০১/৬ (৫০ ওভার)

তামিম ইকবাল ১০৩, এনামুল হক বিজয় ১০, সাকিব আল হাসান ৩৭, মুশফিকুর রহিম ১২, মাহমুদউল্লাহ রিয়াদ ৬৭ (অপরাজিত), মাশরাফি বিন মুর্তজা ৩৬, সাব্বির রহমান ১২, মোসাদ্দেক হোসেন সৈকত ১১ (অপরাজিত)।

শেলডন কটরেল ১/৫৯, জ্যাসন হোল্ডার ২/৫৫, দেবেন্দ্র বিশু ১/৪২, কিমো পল ০/৭৭, অ্যাশলে নার্স ২/৫৩, ক্রিস গেইল ০/১৪)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ