• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

নীলফামারী মেডিকেল কলেজে ১২ শিক্ষার্থী ভর্তি

নীলফামারী: আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নীলফামারী মেডিকেল কলেজ। সোমবার (১৫ অক্টোবর) ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন নতুন এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।

সদ্য ঘোষিত কলেজটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে ২৫০ শয্যার নীলফামারী সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনে।

সূত্র জানায়, নীলফামারী মেডিকেল কলেজে প্রথমবার মোট ৫০ জন ভর্তি হতে পারবেন। সোমবার এমবিবিএস প্রথম বর্ষে ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাকি শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, প্রথমবার নীলফামারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। মেধা তালিকায় ভর্তির সুযোগ পাওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথমদিন ১২ জনকে ভর্তি করা হয়েছে। ক্লাশ শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি।
তিনি আরও বলেন, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম শাহ এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। ভর্তির সব কার্যক্রম তিনি পরিচালনা করছেন।

জানা যায়, সদ্য ঘোষিত কলেজটিতে প্রথমদিন ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে ফুল দিয়ে বরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে নটখানায় স্বাস্থ্য বিভাগের ৫১ দশমিক ৩ একর জমিতে নবঘোষিত নীলফামারী মেডিকেল কলেজটি স্থাপন করার লক্ষ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে। অবকাঠামো নির্মাণের নকশার অনুমোদনও পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ