বগুড়া-৬ আসন থেকে লড়বেন মির্জা ফকরুল
সিসি নিউজ, ২৮ নভেম্বর।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া-৬ (সদর) থেকে নির্বাচন করবেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে ঠাকুরগাঁও নির্বাচনী এলাকা যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে আবেগপ্লুত হয়ে তিনি এ কথা জানান।
মির্জা ফকরুল জানান, খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। যতই ষড়যন্ত্র করা হোক না কেন বিএনপি কখনও নির্বাচন থেকে সরে যাবেনা। আমরা নির্বাচন করবোই।