• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন |

জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

সিসি নিউজ, ০৩ ডিসেম্বর॥ রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে।

জাতীয় পার্টির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রাঙ্গা ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন হতে সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হন। বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিবের দায়িত্ব নেয়ায় মশিউর রহমান রাঙ্গাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের ভাইস চেয়ারম‌্যান, নীলফামারী জেলা জাতীয় পাটি সভাপতি আলহাজ্ব শওকত চৌধুরী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ