প্রথম পাতা » নির্বাচন »
বিএনপির প্রার্থী বেবী নাজনীনের হলফ নামায় যা আছে
সিসি নিউজ, ০৪ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ণপত্র জমা দিয়েছেন সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী হয়েছেন তিনি।
নির্বাচনে অংশ নেয়া সঙ্গীত শিল্পী বেবী নাজনীনের কাছে বর্তমানে নগদ রয়েছে ৫ লাখ টাকা এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া এই প্রার্থীর রয়েছে ১লাখ টাকার স্বর্ণালংকার, ৪৫হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ৬৫হাজার টাকার আসবাবপত্র এবং ৩৫ লাখ ৫হাজার ৬শ টাকার একটি অ্যাপার্টমেন্ট।
রাজধানী ঢাকার গুলশানে বসবাসকারী স্বশিক্ষিত বিএনপির এ প্রার্থীর বিরুদ্ধে নেই কোন ফৌজদারী মামলা।
নীলফামারীতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেগম নাজিয়া শিরিনের কাছে দেয়া হলফনামায় এমন তথ্য দিয়েছেন সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।