• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন |

শরিকদের যে কয়টি আসন দিলো বিএনপি

ঢাকা, ১০ ডিসেম্বর।। জাতীয় ঐক্যফ্রন্টের চার দলসহ ২০ দলীয় শরিকদের ৫৮টি আসন ছেড়ে দিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। আর ২৫৮টি আসনে নিজেদের প্রার্থী দেবে বিএনপি।

বিএনপি শরিকদের মধ্যে যে কয়টি করে আসন দিয়েছে এর মধ্যে রয়েছে-

গণফোরাম:
ঢাকা-৬: সুব্রত চৌধুরী

ঢাকা-৭: মোস্তফা মহসিন মন্টু

ময়মনসিংহ-৮: এএইচএম খালেকুজ্জামান

হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া

পাবনা-১: অধ্যাপক আবু সাঈয়িদ

কুড়িগ্রাম-২: আমসা আমিন

মৌলভীবাজার-২: সুলতান মো. মনুসর আহমেদ

জেএসডি:
লক্ষীপুর-৪: আসম আবদুর রব

কুমিল্লা-৪: আবদুল মালেক রতন

ঢাকা-১৮: শহিদউদ্দিন মাহমুদ স্বপন

কিশোরগঞ্জ-৩: সাইফুল ইসলাম

কৃষক শ্রমিক জনতা লীগ:
টাঙ্গাইল-৮: বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী

টাঙ্গাইল-৪: লিয়াকত আলী

গাজীপুর-৩: ইকবাল সিদ্দিকী

নাটোর-১: মনজুরুল ইসলাম

নাগরিক ঐক্য:
বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না

নারায়নগঞ্জ-৫: এসএম আকবর

রংপুর-১: শাহ রহমত উল্লাহ

বরিশাল-৪: নুরুর রহমান জাহাঙ্গীর

২০ দলীয় জোট:

বিজেপি: আন্দালিব রহমান পার্থ: ঢাকা-১৭

এনপিপি: ফরিদুজ্জামান ফরহাদ: নড়াইল-২

পিপিবি: রিটা রহমান: রংপুর-৩

কল্যাণ পার্টি: কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম: চট্টগ্রাম-৫

এলডিপি:এলডিপির অলি আহমেদ(নিজ দলীয় প্রতীক-ছাতা): চট্টগ্রাম-১৪

চট্টগ্রাম-৭: মো. নুরুল আলম,

কুমিল্লা-৭: রেদোয়ান আহমেদ

লক্ষীপুর-১: সাহাদাত হোসেন সেলিম

ময়মনসিংহ-১০: সৈয়দ মাহবুব মোর্শেদ

খেলাফত মজলিশ:
হবিগঞ্জ-৪: আহমেদ আবদুল কাদের ও

নারায়নগঞ্জ-৪: আবদুল বাসিদ আজাদ

জমিয়তে উলামায়ে ইসলাম:

সুনামগঞ্জ-৩: শাহিনুর পাশা

হবিগঞ্জ-২: আবদুল বাসিদ আজাদ

যশোর-৫: মুফতি মোহাম্মদ ওয়াক্কাস

জাতীয় পার্টি (কাজী জাফর): ৎ

গাইবান্ধা-৩: টিআই ফজলে রাব্বী

কুষ্টিয়া-২: আহসান হাবিব লিংকন

লেবার পার্টি: মোস্তাফিজুর রহমান ইরান: পিরোজপুর-২

জামায়াত ইসলামী:

ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ-৪: আসনে রফিকুল ইসলাম খান

খুলনা-৫: মিয়া গোলাম পারোয়ার

খুলনা-৬: আবুল কালাম আজাদ

কুমিল্লা-১১: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

চট্টগ্রাম- ১৫: শামসুল ইসলাম

কক্সাবাজার-২: হামিদুর রহমান আযাদ

ঠাকুরগাঁও-২: আবদুল হাকিম

দিনাজপুর-১: আবু হানিফ

দিনাজপুর-৬: আনোয়ারুল ইসলাম

নীলফামারী-২: মনিরুজ্জামান মন্টু

নীলফামারী-৩: আজিজুল ইসলাম

গাইবান্ধা-১: মাজেদুর রহমান

সাতক্ষীরা-২: মুহাদ্দিস আবদুল খালেক

সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম

পিরোজপুর-১: শামীম সাঈদী

বাগেরহাট-৩: আবদুল ওয়াদুদ

বাগেরহাইট-৪: আবদুল আলীম

যশোর-২: আবু সাঈদ মো. সাহাদাত হোসেইন

ঝিনাইদহ-৩: মতিউর রহমান

পাবনা-৫: ইকবাল হোসেইন

রংপুর-৫: গোলাম রাব্বানী

এছাড়া যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন পাবনা-১ আসনে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাবনা-১ আসনে জাতীয় ঐক্যফন্টের শরিক গণফোরামের হয়ে ধানের শীষে প্রার্থী হয়েছেন সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাঈয়িদ।

রংপুর-৫ আসনে গোলাম রাব্বানীকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে। এই আসনে জাতীয় ঐক্যফ্রেন্টের নাগরিক ঐক্যের প্রার্থী মোফাখরুল ইসলামকেও ধানের শীষ প্রতীক দিয়ে চিঠি দেন বিএনপি মহাসচিব।

মহাসচিবের স্বাক্ষরিত সর্বশেষ চিঠিতে মোফাখারুল ইসলামের পরিবর্তে গোলাম রাব্বানীকে প্রতীক দিতে অনুরোধ জানানো হয়।

সর্বশেষ গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে বিএনপি ২৫৯টি আসনে এককভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়। ওই নির্বাচনে জোটের শরিক জামায়াতে ইসলামীসহ শরিকদের ৪১টি আসন ছেড়ে দিয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ