• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯ হাতি দিয়ে চাঁদাবাজির দায়ে দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড খানসামায় ৩৫ শতক জমির পটল গাছ উপড়ে দিলো দূর্বৃত্তরা ফুলবাড়ীতে বৈশাখী মঞ্চে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন পৌর মেয়র নীলফামারীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তি কারাগারে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপজেলা পরিষদ নির্বাচন: প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর ভাইসহ তিনজনকে অপহরণ ইরানের ওপর মার্কিন হামলার অনুমতি দিচ্ছে না উপসাগরীয় দেশগুলো নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

হাইকোর্টের আদেশে ‘সরকারের কারসাজি’ রয়েছে : রিজভী

ফাইল ছবি

ঢাকা, ১১ ডিসেম্বর।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডিত বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনে হাইকোর্ট যে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন তাতে ‘সরকারের কারসাজি’ রয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে রায়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এটা সুস্পষ্ট যে এর পেছনে সরকার কলকাঠি নাড়ছে, তা নাহলে দ্বিধাবিভক্ত রায় কেন? এতে সরকারের কারসাজি রয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশের যেকোনো জায়গা থেকে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা নির্বাচন করবেন, খালেদা জিয়া যে ভোট পাবেন, শেখ হাসিনা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না। তাই তাকে (খালেদা জিয়া) নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের এই কৌশল।’

রিজভী বলেন, ‘এখনও বিষয়টি (খালেদার নির্বাচনে অংশগ্রহণ) বিচারাধীন, দেখি শেষ অবস্থা কোথায় যায়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ে গুজব, অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য দেশের জনপ্রিয় মিডিয়াগুলোর নামে ফেক ওয়েবসাইট খোলা হয়েছে। বিবিসি বাংলা, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু বহুল পঠিত অনলাইনগুলোর নামে এই ভুয়া ওয়েবসাইট খোলা হয়েছে।’

তার অভিযোগ, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দু-একজন কর্মকর্তা কাটপিস, ছবি এডিট করে, বিভিন্ন ভুয়া ভিডিও বানিয়ে নিজেদের আইডিতে শেয়ার করেন এবং ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। 

সাবেক এই ছাত্রনেতার ভাষ্য, ‘নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরুর দিনই বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ শুরু করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের প্রচারণার মাইক ভাঙচুর এবং বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করেছে। অথচ প্রচারণার শুরুতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢাক-ঢোল পিটিয়ে আইনশৃঙ্ঘলা বাহিনীর ছত্রচ্ছায়ায় মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ।’

রিজভী আরো বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে জানতে পারছি-উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে ব্লাঙ্ক রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে রাখছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ