• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

রংপুর বিভাগে আড়াই হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিসি ডেস্ক, ১৫ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৮টি জেলার ৩৩টি সংসদীয় আসনে চার হাজার ২শ ৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় আড়াই হাজার কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রংপুর বিভাগীয় পুলিশ। এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হচেছ বলে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদা ভট্টাচার্য্য সাংবাদিকদের জানিয়েছেন। নির্বাচনী প্রতীক পাওয়ার পর বিভাগের আট জেলায় ২১৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে ভোট চেয়ে বাড়ি-বাড়ি চষে বেড়াচ্ছেন।

রংপুর ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই বিভাগে মোট ভোটার ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ৫৭ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন এবং নারী ভোটার ৫৮ লাখ ২৬ হাজার ৫৭৭ জন। পুরুষের চেয়ে ৫৮ হাজার নারী ভোটার বেশি রয়েছে। এসব ভোটার ৪ হাজার ২৯৬টি কেন্দ্র ভোট দেবেন।

ডিআইজি অফিসের তথ্য মতে ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে নির্বাচনের দিন-ক্ষণ ঘনিয়ে এলে ঝুঁকিপূর্ণ (গুরুত্বর্পূণ) এসব কেন্দ্রের সংখ্যা ওঠা নামা করতে পারে।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদা ভট্টাচার্য্য জানান, রংপুর বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারীর ব্যবস্থা নেওয়া হচেছ। রংপুর র‌্যাব-১৩র অধিনায়ক মোঃ মোজাম্মেল হক জানান, ‘যে কোনো ধরনের নাশকতাসহ ভোট সংশ্লিষ্ট কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। এজন্য মাঠে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাবউদ্দিন জানান, ‘নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রংপুর বিভাগে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

আনসার ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক পবিত্র কুমার সাহা জানান, ‘শান্তিপূর্ণ সংসদ নির্বাচন উপহার দিতে আনসার ভিডিপি বাহিনী প্রস্তুত রয়েছে।’

সূত্র মতে, রংপুর জেলায় ৮৪৪টি, দিনাজপুর জেলায় ৭৯০টি, গাইবান্ধা জেলায় ৬০৫টি, ঠাকুরগাঁও জেলায় ৪০০টি, নীলফামারী জেলায় ৫১৮টি, কুড়িগ্রাম জেলায় ৬৯৬টি, লালমনিরহাট জেলায় ৩৭১টি এবং পঞ্চগড় জেলায় ২৮৫টি ভোটকেন্দ্র রয়েছে।

এসব কেন্দ্রের অর্ধেকের বেশি গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য বিশেষ নজরদারীর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ ও র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

রংপুর বিভাগের ৮ জেলায় ৩৩টি সংসদীয় আসনে ২১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন দলের ব্যানারে ২০৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ