• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন |

বিদ্রোহীদের বিরুদ্ধে বর্ধিত সভায় ব্যবস্থা: কাদের

সিসি ডেস্ক, ১৭ ডিসেম্বর।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দলের বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের (মঙ্গলবার) মধ্যে সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনায় দ্বিতীয় মেঘনা চার লেনের নতুন সেতুর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এখন তো আর প্রত্যাহারের সুযোগ নেই, তবে প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীকে সমর্থন দিতে হবে। তা না করলে দলের বর্ধিত সভা ডেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী জানান, কাঁচপুরের সেতু নির্বাচনের আগেই খুলে দেওয়া হবে। এছাড়া মেঘনা-গোমতী সেতুর ফোর লেনের কাজ আগামী জুন মাসের দিকে শেষ হবে। মহাজোট আবারও ক্ষমতায় এলে আগামী বছরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই সেতুটি উদ্বোধন করবেন।

পরিদর্শনকালে রেলমন্ত্রী মজিবুল হকসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ