• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাবেন আওয়ামী লীগের ১৭ প্রার্থী

ঢাকা, ২২ ডিসেম্বর।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য পাবেন আওয়ামী লীগ মনোনীত ১৭ জন প্রার্থী। আজ শনিবার দুপুরে সিলেটে নির্বাচনী জনসভায় জনগণের কাছে তাদের পরিচয় করিয়ে দেবেন তিনি। একইসঙ্গে তাদের পক্ষে নৌকায় ভোট চাইবেন তিনি। এতে ভোটের মাঠে প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সৌভাগ্যবান ১৯ প্রার্থী হলেন- মর্যদাপূর্ণ সিলেট-১ আসনের (সদর-সিটি করপোরেশন) মহাজোট প্রার্থী ড. এ কে মোমেন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনের ইমরান আহমদ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থী ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-১ আসনের ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ আসনের এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে মৌলভীবাজার-১ আসনের শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের এম এম শাহীন, মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ ও মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ, হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনের শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ আসনের মো. আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির এবং হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুব আলী। মহাজোটের অপর দুই প্রার্থী হলেন- সিলেট-২ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির ইয়াহহিয়া চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।

জানা গেছে, উক্ত জনসভায় উপস্থিত থাকবেন এসব আসনের সংসদ সদস্য প্রার্থীরা। 

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জনসভা মঞ্চে ডাক পাবেন বৃহত্তর সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী। যা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী সিলেটে আওয়ামী লীগের ১৭ সংসদ সদস্য প্রার্থীকে জনসভা মঞ্চে পরিচয় করিয়ে দেবেন।

তিনি আরো বলেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। নৌকার বিজয় তরান্বিত করা ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ