• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

মিশন শুরু করলো ঢাকা ডায়নামাইটস

আমিরুল লতিফ, ঢাকা।।  জয় দিতে শিরোপা পূণরুদ্ধারের মিশন শুরু করলো ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ১৯০ রানের টার্গেটে ১০৬ রানে থামে রাজশাহীর ইনিংস। ৭৮ রানের ঝড়ো ইনিংসে ম্যাচসেরা হয়েছেন হাজরাতউল্লাহ জাজাই।

মেহেদী হাসান মিরাজ একটু আফসোস করতেই পারেন তার সিদ্ধান্ত নিয়ে। আগের লো স্কোরিং ম্যাচের পর একই উইকেট এরকম ব্যাটিং উইকেট হয়ে উঠবে কে জানতো।..

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার হাজরাতউল্লাহ জাজাই আর সুনীল নারিন মিলে রীতিমতো তান্ডব চালালেন বোলারদের ওপর। দলের সংগ্রহ ১০০ হলো ঠিক ৯ ওভারে।…

বিপিএলের প্রথম দিনেই সমালোচনার মধ্যে আয়োজকরা। ডিআরএস সিস্টেম থাকলেও তাতে নেই স্নিকোমিটার, আলট্রাএজ। অথচ স্পাইডার ক্যাম এনে উন্নত প্রযুক্তির দাবী করেছিল বিপিএল কমিটি। (৭.২)

রাজশাহীর প্রথম ব্রেক থ্রু এনে দেন হাফিজ। ৩৮ রান করা নারিন ফেরেন লং অনে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে। জাজাইকে ৭৮ রানে ফেরান অধিনায়ক মিরাজ।

জাজাই ফেরার পর ঢাকা ইনিংসে রাশ টানেন আরাফাত সানি। ১২ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সাকিব ২, পোলার্ড ৩ আর সোহান ফেরেন ১ রানে। পরে আন্দ্রে রাসেল আর শুভাগত হোমের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৮৯ রান তোলে ডায়নামাইটস।

জবাবে, ঝড়ো শুরু করলেও রাজশাহীর প্রয়োজন মাফিক হয়নি। মুমিনুলকে ফেরান সাকিব, সৌম্য ফেরেন রাসেলের বলে। ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকেছে মেহেদী হাসান মিরাজের দল। আশা জাগিয়েও ২৯ রানে রুবেলের শিকার মোহাম্মদ হাফিজ।

রাজশাহী কিংসের আর কেউ দাঁড়াতে পারেনি। শেষ উইকেটে আরাফাত সানির ১৯ আর মুস্তাফিজের ১১ রান দর্শকদের আনন্দ দিয়েছে মাত্র। রুবেলের শিকার ৩ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ