সিসি নিউজ, ৮ জানুয়ারি।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ চোরাই ৪টি গরু উদ্ধার করেছে। সোমবার এসআই আব্দুল আজিজ এক অভিযান চালিয়ে ওইসব চোরাই গরু উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মহির উদ্দিনের পুত্র আন্তঃজেলা চোরের মূল হোতা আলিম উদ্দিনকে গ্রেফতার করে। তারই স্বীকারোক্তি মোতাবেক সাইদুল ইসলাম মেম্বারের শ্যালক নাজমুল হোসেনের ফাঁকা বাড়ি থেকে ৩টি এবং শ্বাষকান্দর গ্রামের ডাঙ্গাপাড়ার খায়রুল ইসলামের বাড়ি থেকে ১টি গরু উদ্ধার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, দীর্ঘদিন থেকে আলিম উদ্দিন গরু চুরির সাথে জড়িত। তার সঙ্গীদের গ্রেফতারে অভিযান চলছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৯।