• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

দুদকের ৬২ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা, ৮ জানুয়ারি।। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে ১৩, উপপরিচালক পদে ২৭ ও সহকারী পরিচালক পদে ৩৫ জনের পদোন্নতি হয়েছে।

সোমবার সংস্থাটির পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন-

উপপরিচালক থেকে পরিচালক হয়েছেন যারা, তারা হলেন- দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক এটিএম ফজলুল হক, আব্দুল্লাহ আল জাহিদ, মো. কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. জুলফিকার আলী, মো. মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মনজুর মোরশেদ, এসএম মফিদুল ইসলাম ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর মো. মোরশেদ আলম।

এছাড়া কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শফিকুর রহমান ভুইয়া, যশোর জেলা কার্যালয়ের আব্দুল গাফফার ও রাজশাহী জেলা কার্যালয়ের মো. আবদুল করিমকে পরিচালক করা হয়েছে।

সহকারী পরিচালক থেকে উপপরিচারলক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান, মো. আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহমদ, কামরুজ্জামান, মো. মাহমুদুর রহমান, মো. মনিরুজ্জামান, মো. মাসুদুর রহমান, এএসএম সাজ্জাদ হোসেন, আশিস কুমার পুন্ডু, ফারজানা ইয়াসমিন, মো. ফারুক আহমেদ, সেলিনা আকদার মনি, মো. নাজমুল হাসান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. নাজমুস সাদাত ও মো. জাকারিয়া।

এছাড়া সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহাকরী পরিচালক মো. নুর ই আলম, মো. জাহঙ্গীর আলম, পুটুয়াখালী জেলা কার্যালয়ের দেবব্রত মন্ডল, কুষ্টিয়া জেলা কার্যালয়ের হাফিজুল ইসলাম, রংপুর জেলা কার্যালয়ের আবু হেনা আশিকুর রহমান, ময়মনসিংহ জেলা কার্যালয়ের মো. মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা কার্যালয়েরমো. মশিউর রহমান, ফরিদপুর জেলা কার্যালয়ের নাসির উদ্দিন আহমেদ, যশোর জেলা কার্যালয়ের বেগম রিজিয়া খাতুন, হবিগঞ্জ জেলা কার্যালয়ের মো. নুরুল হুদা ও জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর অজয় কুমার সাহা উপপরিচারলক পদে পদোন্নতি পেয়েছেন।

উপসহকারী পরিচালক সহকারী পরিচালক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, আকবর আলী, মো. ইসমাইল হোসেন, সিলভিয়া ফেরদৌস, মো. জয়নাল আবেদীন, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, ফাতেমা সরকার, নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নুরজাহান পারভীন, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, আবদুল কাদের ভুইয়া, সোহানা আকতার, ওমর ফারুক, মো. মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবির, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া, মো. রুহুল আমীন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মেফতাহুল জান্নাত, মানসি বিশ্বাস, মাহবুবুল আলম, ঢাকা-২ এর আতাউর রহমান সরকার।

এছাড়া কুমিল্লা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফ বোরহান উদ্দিন আহমদ, খুলনা জেলা কার্যালয়ের মো. মোশরাফ হোসেন, যশোর জেলা কার্যালয়ের মো. রফিক উদ্দিন খান, তানবির আহমদ, সিলেট জেলা কার্যালয়ের সরকার মনজুর আহমেদ, পাবনা জেলা কার্যালয়ের মো. সিরাজুল হক, খুলনা জেলা কার্যালয়ের তরুণ কান্তি ঘোষ, কুষ্টিয়া জেলা কার্যালয়ের মো. মাহফুজুল ইসলাম ও রাঙামাটি জেলা কার্যালয়ের আবুল বাশারকে সহকারী পরিচালক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ