• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ডোমারে রির্টানিং কর্মকর্তার কন্ট্রোল রুমে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ অনলাইন জুয়ার কারণে অর্থ পাচার বাড়ছে: অর্থমন্ত্রী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ

সৈয়দপুরের বাঙ্গালীপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

সিসি নিউজ, ২৪ জানুয়ারি॥ নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে এক গৃহবধূূকে (২৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সন্তানের জননী ওই গৃহবধূ নিজে বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী মোসলেম উদ্দিন গেল্লুর (৫০) বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
গতকাল বুধবার(২৩ জানুয়ারী) দুপুরে ওই ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের হাজী দরিবুল্লাহ্পাড়ায় (হাজীপাড়া)। রাতেই অভিযোগ পেয়ে সৈয়দপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার(২৪ জানুয়ারী) দুুপুরে ঘটনার তদন্তে যান।
থানা দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন গতকাল বুধবার ওই গৃহবধূ একাই সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙালিপুর ইউপির উল্লিখিত এলাকায় তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিল। এ সময় একই ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (পাঠানপাড়া) পান দোকানদার মোসলেম উদ্দিন গেল্লু আকস্মিক ওই গৃহবধূর বাবার বাড়ির সামনে গিয়ে তাঁর নাম ধরে ডাকতে থাকে। এ সময় গৃহবধূ বাড়ি থেকে বেরিয়ে এলে গেল্লু তাকে সামনে পেয়ে বিভিন্ন রকম গল্পগুজব শুরু করে। এর এক পর্যায়ে গৃহবধূকে অর্থের প্রলোভন দিয়ে কুপ্রস্তাব দেয় গেল্লু। কিন্তু এতে গৃহবধূ রাজী না হলে লম্পট ও চরিত্রহীন গেল্লু ওই গৃহবধূকে জাপটিয়ে ধরে জোরপূর্বক ঘরে ভেতরে নিয়ে যায় এবং টেনে হেঁচড়ে খাটের মধ্যে ফেলে ধর্ষণের চেষ্টা করে। এ অবস্থায় গৃহবধূ চিৎকার করতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণের চেষ্টাকারী গেল্লু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রাতেই ওই গৃহবধূ নিজে বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী মোসলেম উদ্দিন গেল্লুর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা, গৃহবধূর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জানান পুলিশ অভিযুক্ত মোসলেম উদ্দিন গেল্লুর বাড়িতে গিয়েও তাকে পাননি। এমনকি তাঁর বাঙালিপুর ইউপির আমজাদের মোড় এলাকায় গিয়েও তাঁর পান দোকানটি বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ