সিসি ডেস্ক, ২৭ জানুয়ারী।। ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী নৌযান বা ক্রুজ সার্ভিস চলাচল শুরু হবে মার্চে, জানিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, স্থলবন্দর ব্যবহার করে ভারতে যাতায়াত আরও সহজ করতে ছয়টি এলাকায় ভিসা অফিস খোলা হবে।
তিনি বলেন, নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ট্রেন চলাচলের জন্য ভারতের অংশে লাইন বসানোর কাজ শেষ। তবে এ প্রান্তে কিছু কাজ বাকি আছে।
স্থলবন্দরটি চালু হলে ওই অঞ্চলের ব্যবসা বাড়বে বলেও আশা করেন মন্ত্রী। এছাড়া বর্ডার হাটের যে সমস্যা রয়েছে তা সমাধানের আশ্বাসও দেন টিপু মুনশি।