সিসি নিউজ, ৩১ জানুয়ারী।। সৈয়দপুরের লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জাহাঙ্গীর আলম বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া গ্রামের মাংস ব্যবসায়ী শফিকুল ইসলামের পুত্র। সে কামারপুকুর ডিগ্রী কলেজের বিএ ক্লাসের ছাত্র।
পুলিশ জানায়, বাঙ্গালীপুর ইউনিয়নের চরকপাড়ার ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার সময় উত্যক্ত করতো যুবক জাহাঙ্গীর। এ ঘটনায় ছাত্রীটির পরিবার থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া বখাটে ওই যুবককে দন্ডবিধি ১৮৬০ সালের৫০৯ ধারায় ৬ মাসের কারাদন্ড প্রদান করে।
prescription pricing https://onlinecanda21.com/ canadia online pharmacy
cialis liquid for sale http://asciled.com/ cialis 10mg generic