ঢাকা, ২ ফেব্রুয়ারী।। রাজনীতিতে মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে গণভবনে রাজনীতিবিদদের সঙ্গে চা-চক্রে অংশ নিয়ে তিনি একথা বলেন বলে জানিয়েছেন, বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় সোয়া এক ঘন্টা এই চা চক্র অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন নানা রাজনৈতিক দলের নেতারা।
এসময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ রাজনীতির জন্য ভালো দিক বয়ে আনবে। ভবিষ্যতেও আবারও এমন আয়োজন হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনার এ উদ্যোগকে ইতিবাচক বলেছেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।