দিনাজপুর।। দিনাজপুরে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. মিলন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে দিনাজপুর শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিলন বিরল উপজেলার মোকলেসপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, আটকের সময় মিলনের কাছ থেকে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইডি কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।