নীলফামারী, ২০ ফেব্রুয়ারী॥ নীলফামারী জেলার ছয় উপজেলার উপজেলা নির্বাচনে মঙ্গলবার মনোনয়পত্র প্রত্যাহারের দিন ৩জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এরা হলো নীলফামারীর সদরে একজন চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উদ্দিন ও ডিমলা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন সরকার ও সৈয়দপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন প্রামানিক।
ফলে জেলা সদরে ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩জন। ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩জন। ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যানে ২জন। জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যানপদে ২জন। কিশোরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান ৬জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দি থাকলেন।
বিষয়টি নিশ্চিত করেন জেলা রির্টানীং কর্মকর্তাদ্বয় জানান, ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ১৯জন, ভাইসচেয়ারম্যান পদে ২৬জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৮জন প্রতিদ্বন্দিতায় থাকলেন।