জয়পুরহাট, ০১ মার্চ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বয়রা গ্রামে বিদ্যুৎ চালিত কৃষি সেচ পাম্প বাসাতে বাধা মিথ্যা মামলা দেওয়ায় কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করেন। আজ সকালে বয়রা গ্রামের রাস্তা অবরোধ করে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভূক্তভোগী কৃষকরা।
বিক্ষোভ প্রদর্শনকারী কৃষকদের অভিযোগ, ওই গ্রামের প্রভাবশালীদের নিয়ন্ত্রনে থাকা একটি গভীর নলকুপে ২/৩ শ বিঘা জমিতে সেচ দেওয়ার ক্ষমতা থাকলেও ওই মাঠে এক হাজার বিঘারও বেশী জমি রয়েছে। এতে চরা দামেও সময় মত তারা কৃষি জমিতে সেচ দিতে পারেন ন্ াএতে প্রতি বছরই তাদের উৎপাদন কম হয়। এ অবস্থায় ওই গ্রামের দরিদ্র কৃষকরা পাম্প বসানোর উদ্যোগ নিলে তাতে প্রভাবশালীদের বাধা দেওয়ায় বাধ্য হয়ে কৃষকরা বিক্ষোভ করছে।
বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন- বয়রা গ্রামের কৃষক হাবিবুর রহমান, খালেক মাস্টার, শাহাজান ,আব্দুল কাদের প্রমূখ।
বক্তারা বলেন, সেচ পাম্প বসাতে না দেওয়ায় কারনে ফসলহানী হওয়ার আশংকা এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে না নিলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁষিয়ারী দেন কৃষকরা।