সিসি ডেস্ক, ১ মার্চ।। ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ৬১ যাত্রীর সবাইকে নিরাপদে নামানো হয়েছে।
বিমান জানায়, আজ শুক্রবার দুপুর ২টা ৫৯ মিনিটে সিলেট থেকে ঢাকার পথে যাত্রা করে ফ্লাইটটি বিজি ফোর জিরো দু। উড্ডয়নের সময় ড্যাশ-এইট মডেলের উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি লক্ষ্য করেন পাইলট। পরে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়া হয়। বিকাল ৪টায় জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।
বিমান কর্তৃপক্ষ বলছে, সব যাত্রীকেই নিরাপদে নামানো হয়েছে।