নীলফামারী, ৭ এপ্রিল॥ নীলফামারীর নীলসাগর দীঘিতে ডুবে যাওয়ার ৪ দিন পর স্কুলছাত্র সুমন রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে দীঘির জলে মরদেহ ভেসে উঠলে নীলসাগরের কেয়ার টেকার প্রথমে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গত ৩ এপ্রিল সকালে নীলফামারী জেলা সদরে নীলসাগর দিঘিতে সনাতন হিন্দু ধর্মের পূণ্য স্নানোৎসবে (বারুনীস্নান) নেমে এসএসসি পরীক্ষার্থী সুমন চন্দ্র রায় (১৫) নিখোঁজ হয়। সুমন জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মুসরত গোড়গ্রামের কৃষক সুকুমার চন্দ্র রায়ের ছেলে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম সুমন নামের ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।